বঙ্গবাণী ((ব্যাখ্যা)
বঙ্গবাণী সারসংক্ষেপ এই কবিতায় কবি আবদুল হাকিম বাংলা ভাষার প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং এর গুরুত্ব তুলে ধরেছেন। তিনি এমন কিছু মানুষের সমালোচনা করেছেন, যারা বাংলা ভাষায় লেখালেখি বা জ্ঞান চর্চাকে হেয় মনে করে। কবি স্পষ্ট করে বলেছেন যে, স্রষ্টার কাছে সব ভাষাই সমান এবং বাংলা ভাষায় ধর্মীয় জ্ঞান চর্চা করা মোটেই পাপ নয়। যারা নিজ দেশে জন্মে নিজেদের ভাষাকে ঘৃণা করে, তাদের জন্ম নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। প্রতিটি চরণের ব্যাখ্যা কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। সে সবে কহিল মোতে মনে হাবিলাষ। ব্যাখ্যা: অনেক মানুষ আছে যাদের বই পড়ার অভ্যাস নেই। তাদের মনের ইচ্ছা ছিল যেন আমি এমন কিছু লিখি যা তারা সহজেই বুঝতে পারে। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। ব্যাখ্যা: তাই তিনি সবার সুবিধার জন্য বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন। এর মাধ্যমে তিনি তাঁর পরিশ্রম দিয়ে সবাইকে সন্তুষ্ট করতে চেয়েছেন। আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ। দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। ব্যাখ্যা: কবি আরবি বা ফারসি ভাষার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করেন না। তবে তিনি মনে করেন, নিজের মাতৃভাষায় কোনো কিছু বুঝতে প...